মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ সম্প্রতি দিন চারেক আগে মালদায় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে শূন্য গুলি ছোঁড়া নিয়ে রাজ্য জুড়ে শোরগোল ছড়িয়ে পড়েছিল। এবার উত্তর চব্বিশ পরগণার নৈহাটির শিবদাসপুর থানার ভবাগাছিতে পিকনিকের আনন্দে শূন্যে গুলি ছোঁড়ার অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম প্রদীপ বর্মণ ও সুরজিৎ হালদার। আর একটি ৭এমএম পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কয়েকজন পিকনিক করছিলেন। আচমকা গুলির শব্দ শুনে বাসিন্দারা ছুটে আসেন। শিবদাসপুর থানার পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রদীপ এবং সুরজিৎকে গ্রেফতার করেছে। ধৃতদের বক্তব্য, “নিছক মজার ছলেই শূন্যে গুলি ছোঁড়া হয়েছিল।” এরপর ব্যারাকপুর আদালতে তোলা হলে পুলিশ সাতদিনের পুলিশী হেফাজতের আবেদন জানিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, “এখানে মদ, গাঁজা, জুয়ার আসর বসে। অনেক সমাজবিরোধী জড়ো হওয়ার ফলে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়।” এই নিয়ে প্রশাসনের কাছে পদক্ষেপের জন্য অনুরোধও জানানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here