নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ ভুয়ো নম্বর প্লেটের গাড়ি ও মোটর বাইক ধরতে একদিকে যেমন পুলিশের নাকা চেকিং চলে। পাশাপাশি অপরাধ আটকাতে পুলিশী অভিযানও চালায়। কোচবিহারের রতুয়া থানার আইসি সুবীর কর্মকারের নেতৃত্বে রতুয়া এলাকা জুড়ে পুলিশী তল্লাশি অভিযান শুরু হয়েছে।
রতুয়ার কাহালা ধবিমোড় এলাকায় তল্লাশি অভিযানের ছবি ধরা পড়েছে। এদিন পুলিশকর্মীরা রতুয়া ভালুকা রাজ্য সড়কে বাইক এবং চারচাকা ছোটো-বড়ো গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
রতুয়া থানার আইসি সুবীর কর্মকার জানিয়েছেন, “প্রতিনিয়ত রাতেরবেলা রতুয়া থানা এলাকার বিভিন্ন স্ট্যান্ডে নাকা চেকিং হচ্ছিল। এবার থেকে দিনেরবেলাতেও বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করা হবে। কারণ অনেক সময় অপরাধীরা ভুয়ো নম্বার প্লেট লাগিয়ে অপরাধ করে অনায়াসে পালিয়ে যায়। সেদিকে লক্ষ্য রেখেই এই তল্লাশি অভিযান শুরু হয়ে গেছে”।
Sponsored Ads
Display Your Ads Here
রতুয়া থানা এলাকার বিভিন্ন রাজ্য সড়কে যানবাহন থামিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এর ফলে এলাকায় অপরাধমূলক কার্যকলাপ দমন হবে। তবে সাধারণ মানুষের যেনো কোনোরকম অসুবিধা না হয় সেদিকেও যতেষ্ট লক্ষ্য রাখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here