নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূতরে ভোটার নিয়ে সুর চড়িয়েছিলেন। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীদের ময়দানে নেমে ভোটার তালিকার গরমিল খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন। আর এই নির্দেশ অনুযায়ী কাজে নামতেই বাঁকুড়া দু’নম্বর ব্লকের জুনবেদিয়া অঞ্চলের তৃণমূল নেতৃত্বের চক্ষু চড়কগাছ। স্থানীয় সূত্রের খবর, ভোটার তালিকা থেকে এলাকার খোদ তৃণমূল অঞ্চল সভাপতির নাম মুছে ফেলা হয়েছে।
এদিন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ভোটার তালিকা মিলিয়ে দেখতে ময়দানে নামে। কিন্তু গোড়াতেই গোলযোগ। নতুন প্রকাশিত ভোটার তালিকায় এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি আলোক কুমার কুন্ডুর নাম বাদ পড়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষক আলোক কুমার কুন্ডু জানান, “তিনি দিব্যি বেঁচে রয়েছেন। বাসস্থানও স্থানান্তরিত করেননি। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য প্রয়োজনীয় আট নম্বর ফর্মও জমা দেননি। তবু রহস্যজনকভাবে ভোটার তালিকায় তাঁর নামের উপর ডিলিটেড স্ট্যাম্প দিয়ে দেওয়া হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here
আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হতেই তৃণমূলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি সকলেই এই ঘটনার পিছনে বিরোধী বিজেপির ষড়যন্ত্রর ছায়া দেখছেন। অলোকবাবুর দাবী, “বিজেপি তৃণমূলকে ভয় পেয়ে কিছু আধিকারিককে দিয়ে এভাবে ভোটার তালিকা থেকে এলাকার দক্ষ সংগঠকের নাম বাদ দিয়েছে।” যদিও বিজেপি সমস্ত অভিযোগ উড়িয়ে রাজ্যের শাসকদলের দিকেই এই অভিযোগের আঙুল তুলছে।
Sponsored Ads
Display Your Ads Here