নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই সহ সিপিআইএমের সংঘর্ষে আজ কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর উত্তপ্ত হয়ে উঠলো। দু’পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে সিভিক ভলান্টিয়ার সহ দু’পক্ষের বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে।
তৃণমূল ছাত্র পরিষদের তরফে অভিযোগ ওঠে যে, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার প্রতিবাদে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে প্রতিবাদ চলছিল। আর এই কর্মসূচীর পর যখন কয়েকজন পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করছিল তখন সিপিএম এবং এসএফআইয়ের পক্ষ থেকে কটূক্তি করা হয়। আর প্রতিবাদ করলে তাদের উপর আক্রমণ করা হয়।”
Sponsored Ads
Display Your Ads Here
পাল্টা এসএফআই ও সিপিএম কর্মী-সমর্থকদের তরফ থেকে দাবী করা হয় যে, “তারা যাদবপুরের ছাত্রদের আক্রমণের ঘটনার প্রতিবাদ কর্মসূচী পালন করার সময় তৃণমূল ছাত্র পরিষদের নামে বহিরাগতরা আচমকা আক্রমণ চালায়।” এই ঘটনায় তাদের কর্মী-সমর্থকদের বেশ কয়েকজন আক্রান্ত হলে আহতদের চিকিৎসার জন্য কল্যাণীর জহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি এই ঘটনার পর এলাকায় কল্যাণী থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here