মিঠু রায়ঃ কলকাতাঃ গতকাল মধ্যরাতে রোগীর মৃত্যুর পর মৃত্যুর শংসাপত্র লেখাকে কেন্দ্র করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভাঙচুর করার পাশাপাশি চিকিৎসক নিগ্রহের অভিযোগ উঠেছে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে।
জানা যায়, হুগলীর চুঁচুড়ার বাসিন্দা মহম্মদ ইরফান নামের এক যুবককে এসএসকেএম হাসপাতালে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু ইরফানকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণার পর মৃত্যুর শংসাপত্র লেখা নিয়ে ট্রমা কেয়ার সেন্টারের চিকিৎসকদের সঙ্গে তার পরিবারের সদস্যদের বচসা শুরু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এমনকি কর্তব্যরত চার জন চিকিৎসককে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। পাশাপাশি ট্রমা কেয়ার সেন্টারের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। এছাড়া এক্স-রে মেশিনের উপরেও হামলা চালানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
ভবানীপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এভাবে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনায় কর্মীদের মধ্যে ক্ষোভের পরিস্থিতি তৈরী হয়েছে। আর দোষীদের গ্রেফতারের দাবীতে আক্রান্ত চিকিৎসকরা সরব হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here