চয়ন রায়ঃ কলকাতাঃ রেশন দুর্নীতি কাণ্ডের মূল অভিযুক্ত বাকিবুর রহমানের সূত্র ধরে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের পরে গত সপ্তাহেই ইডি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে৷ আর এবার খাদ্য দপ্তর বেআইনী গম মজুতদারদের বিরুদ্ধে অভিযানে নামার নির্দেশ দিল।
একাধিক জায়গায় বেআইনীভাবে গম-আটা-ময়দা মজুত করে রাখা হচ্ছে বলে অভিযোগ প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় সরকারের নির্দেশে খাদ্য দপ্তর বিভিন্ন জেলার খাদ্য নিয়ামক ও ডেপুটি ডিরেক্টর অফ রেশনিংদের আটা-ময়দার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বেআইনী গম মজুতদারদের বিরুদ্ধে অভিযানে নামতে চিঠি দিয়ে নির্দেশ দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পাইকারী বা হোল সেল বিক্রেতার পাশাপাশি খুচরো বিক্রেতা, ক্ষুদ্র চেন ব্যবসায়ীদের গুদামেও অভিযান চালানোর নির্দেশ রয়েছে। এছাড়া বেআইনী গম-আটা-ময়দা মজুত ধরা পড়লে জেলাশাসক এবং পুলিশকে জানিয়ে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা নির্দেশ দেওয়া হয়েছে। আর কোথায় কোথায় অভিযান করা হচ্ছে, প্রতিনিয়ত তার রিপোর্ট দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here