নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ ওড়িশার পারাদ্বীপের বাসিন্দা এক মত্স্যজীবীর জালে মাঝ সমুদ্র থেকে দেড়শো কেজি ওজনের বিশাল আকারের কই ভোলা উঠে এলো। এরপর ওই মত্স্যজীবী সামুদ্রিক মাছটিকে নিয়ে সরাসরি দিঘার মোহনা বাজারে এসে উপস্থিত হন।
ওড়িশার ওই মত্স্যজীবী জানিয়েছেন, “মাছ ধরতে নৌকা নিয়ে মাঝ সমুদ্রে গিয়ে সমুদ্রের জলে জাল ফেলে রাখেন। কিছুক্ষণের মধ্যেই জালটি নড়ে উঠলে আচমকা জালে ভারী কিছু আটকে গিয়েছে বলে বুঝতে পারা মাত্রই জলের মধ্যে থেকে জালটি টেনে তুলতেই ওই বিশাল আকৃতির মাছটি দেখতে পান। তারপর সেটিকে তড়িঘড়ি নিজের নৌকায় তুলে সেখান থেকে সোজা দিঘার মোহনা বাজারে চলে আসেন।
Sponsored Ads
Display Your Ads Here
ইলিশে ভরা মরশুমে বিশাল আকারের এই কই ভোলাটিকে দেখে দিঘায় হইচই শুরু হয়ে গেল। কৌতূহলী মানুষজন ওই কই ভোলাটিকে এক পলক দেখতে আশেপাশের গ্রাম থেকে এসেও জমায়েত হন। এর কিছুক্ষণ পরে উত্তর চব্বিশ পরগনার একজন ক্রেতা এই কই ভোলাটিকে চড়া দামে কিনে নিয়ে যান। এই বিশালাকৃতির কই ভোলাটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here