রায়া দাসঃ কলকাতাঃ আজ বিকেলবেলা কলকাতার বড় বাজারের মেহতা বিল্ডিংয়ের চতুর্থ তলে আগুন লেগে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আশপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। উল্লেখ্য যে, ওই বিল্ডিংয়ে ওষুধের পাইকারী দোকান রয়েছে। এছাড়া রাসায়নিক ও বৈদ্যুতিন সরঞ্জামের দোকান রয়েছে। তাই আগুন ছড়িয়ে পড়ে বিপত্তির সম্ভাবনা রয়েছে।
এদিকে আগুন লাগার পরেই বিদ্যুৎয়ের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আর নীচের সব দোকানগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে দমকলের দশটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ভিতরে কেউ আটকে রয়েছে কিনা, তা এখনো অবধি স্পষ্ট নয়। আর অগ্নিকাণ্ডের কারণ জানতে পুলিশও ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। তবে এলাকাটি বেশ ঘিঞ্জি হওয়ায় ব্যাপক যানজটও তৈরী হয়েছে।