চয়ন রায়ঃ কলকাতাঃ পঞ্চায়েত ভোটে মনোনয়ন পর্বে অশান্তির ঘটনায় আগামী সাত দিনের মধ্যে জাতীয় তফশিলী কমিশনের (এনসিএসসি বা এসসি কমিশন) ভাইস চেয়ারম্যান অরুণ হালদার রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চাইল। এই সময়ের মধ্যে এসসি কমিশনে কিছু না জানানো হলে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহকে দিল্লিতে তলব করা হবে।
আজ পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ফলে এদিনও চারিদিকে দলীয় বিবাদে রক্ত ঝড়েছে। এই পরিস্থিতিতে অরুণ হালদার রাজ্যের তফশিলী জাতির মানুষদের আতঙ্কের কথা তুলে ধরে এক বিজ্ঞপ্তিতে জানান, ‘‘গত দেড় মাসে পশ্চিমবঙ্গে তফশিলী জাতির অন্তর্ভুক্ত ছয় জনকে খুন করা হয়েছে।
রাজ্য জুড়ে এক ভয়ের পরিবেশ তৈরী হয়েছে। ক’দিন বাদে পঞ্চায়েত নির্বাচন। সবটাই রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। যার ফলে রাজ্যের তফশিলী জাতিভুক্তরা নির্বাচনে অংশ নিতে ভয় পান।’’
এসসি কমিশনের ভাইসচেয়ারম্যান মনোনয়নকে কেন্দ্র করে প্রতিটি অশান্তির ঘটনায় নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে বলেন, ‘‘ওই ঘটনাগুলির তদন্ত প্রক্রিয়ায় প্রশাসনের গাফিলতি রয়েছে। তফশিলী জনগোষ্ঠীর প্রতি প্রশাসন সহানুভূতিশীল নয়। নতুন রাজ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হওয়ার পর পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই তফশিলী জাতির মানুষদের উপর অত্যাচারের ঘটনা বৃদ্ধি পেয়েছে।’’