নিজস্ব সংবাদদাতাঃ ফের দিল্লি ও মহারাষ্ট্রের ঘটনা শ্রদ্ধাকাণ্ডের স্মৃতিকে উসকে দিল। যেখানে একদিকে যখন দিল্লির একটি ধাবার ফ্রিজারে ২৬ বছর বয়সী তরুণীর দেহ উদ্ধার হয়েছে তখন মহারাষ্ট্রের পালঘরে ৪০ বছর বয়সী এক জন যুবতীর পচা গলা দেহ শোবার ঘরের বিছানার গদির ভিতর থেকে উদ্ধার হয়েছে।
জানা গিয়েছে, মহারাষ্ট্রের ওই মৃতা যুবতীর নাম মেঘা শাহ। পেশায় একজন নার্স। গোটা এলাকায় দুর্গন্ধ ছড়াতে শুরু করলে এলাকাবাসীরা পুলিশের কাছে খবর দিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। পুলিশ তদন্তে নেমে জানতে পারেন, অতি সম্প্রতি মেঘা ওই আবাসনে ঘর ভাড়া নিয়েছিল।
তার সাথে প্রেমিক হার্দিক ছিল। হার্দিক মেঘার থেকে প্রায় তিন বছরের ছোটো। গত ছ’মাস থেকে মেঘা এবং হার্দিক সম্পর্কে রয়েছে। কিন্তু গত দু’দিন ধরে হার্দিকের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে অবশেষে গতকাল তাকে রেল পুলিশ মধ্যপ্রদেশের একটি রেলস্টেশন থেকে আটক করে মহারাষ্ট্র পুলিশের হাতে তুলে দেন।
এরপর জেরায় মেঘাকে খুনের কথা স্বীকার করে। আপাতত পুলিশ এই খুনের ঘটনাটি ঘটেছে কেন তা জানার চেষ্টা করছেন। এর পাশাপাশি মেঘার বাড়ি এবং পরিবারের খোঁজ শুরু করা হয়েছে।