নিজস্ব সংবাদদাতাঃ কেরলঃ করোনা মহামারীর জেরে পর্যটন ব্যবসা প্রায় তলানিতে পৌঁছেছে। ফলে অনেক ব্যবসায়ী ক্ষতির মুখোমুখি হয়েছেন। ঠিক তেমনই রয়সন জোসেফ নামে কেরলের লোকসানের মুখে পড়েছেন।
কেরলের কোচির বাসিন্দা জোসেফের কাছে এক সময় কুড়িটি লাক্সারি বাস ছিল। এছাড়া ‘রয়সন’স রয়্যাল ট্র্যাভেলস’ নামে একটি পর্যটন সংস্থাও খুলেছিলেন। কিন্তু করোনা পরিস্থিতিতে সব কিছু থমকে গেছে।
সাধারণত ডিসেম্বর-জানুয়ারী মাসে কেরলে পর্যটকদের ভিড় উপচে পড়ে। ফলে স্লিপার্স বা সেমি-স্লিপার্স লাক্সারি বাসেরও বেশ রমরমা বাড়ে। পর্যটকদের বাসে করে রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াতে হয়। তবে এখন আর সেই সুদিন নেই। তাই জোসেফ ব্যবসায় লোকসান হওয়ায় একের পর এক দশটি লাক্সারি বাস বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন।
কিন্তু তাতেও সমস্যার সমাধান না হওয়ায় সংসার চালাতে জোসেফ বাকি আরো দশটি লাক্সারি বাস বিক্রি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন কারণ প্রতিটি লাক্সারি বাসের জন্য প্রায় ৪০ হাজার টাকা করে কর দিতে হয়। এর সাথে জ্বালানীর খরচ সহ বিমার প্রিমিয়াম ৮০ হাজার টাকা দিতে হবে। এই বাসগুলি জলের দরে বিক্রি হতে চলেছে। অর্থাৎ প্রতি কিলো ৪৫ টাকা।