নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে শিশির অধিকারীকে সরানো হয়েছিল। এবার পূর্বমেদিনীপুরের তৃণমূলের জেলা সভাপতির পদ থেকেও শিশির অধিকারীকে অপসারিত করা হয়েছে। বর্তমানে পূর্বমেদিনীপুরে তৃণমূলের জেলা সভাপতির আসনে সৌমেন মহাপাত্র নিযুক্ত হলেন।
তবে এই বিষয়ে তিনি নিজের ঘনিষ্ঠদের কাছে দলের এই সিদ্ধান্তের জন্য দলের প্রতি কিছুটা ক্ষোভ ও অভিমান প্রকাশ করলেন।
পর্ষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রামনগরের বিধায়ক অখিল গিরি যিনি বর্তমান দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তিনি জানান যে, “শিশির অধিকারী একজন বরিষ্ঠ নেতা, তাঁকে আমরা সকলে সম্মান করি। কিন্তু ইদানিং তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় পর্ষদকে ঠিকঠাক সময় দিতে পারছিলেন না”।
এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় জানিয়েছেন যে, “শিশির অধিকারী একজন প্রবীণ নেতা। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল সাংসদ। জীবনের শেষ লগ্নে এসে এমনটা না হলেই ভালো হতো। তিনি তাঁর সঙ্গে তিনি কথা বলবেন”।
তাই এবার তিনি ছেলের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করবেন কিনা তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে গোটা রাজনৈতিক মহল জুড়ে।