নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ আবারও ট্রেন দুর্ঘটনা। আজ ভোররাতে উত্তরপ্রদেশের কানপুর ও ভীমসেন স্টেশনের মাঝে সবরমতী এক্সপ্রেসের কুড়িটি কোচ লাইনচ্যুত হয়েছে। ট্রেন নম্বর ১৯১৬৮। ট্রেনে প্রায় ১ হাজার ৩০০ যাত্রী ছিলেন। এই দুর্ঘটনার জেরে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। তবে এই এখনো অবধি এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আর রেলের তরফে যাত্রীদের কানপুর অবধি পৌঁছে দেওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে।
রেল সূত্রের খবর, রেল লাইনে একটি বোল্ডার থাকায় তাতে ইঞ্জিনের ধাক্কা লাগতেই ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়। আর তার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আপাতত রেলের পক্ষ থেকে দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি কয়েকটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। নম্বরগুলি হলো- ০৫৩২-২৪০৭৩৫৩, ০৫৩২-২৪০৮১২৮, ০৫৩২-২৪০৮১৪৯। এখনো পর্যন্ত সবরমতী এক্সপ্রেসের দুর্ঘটনার কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু বারবার এই ধরণের ট্রেন দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক বাড়ছে। আবার অনেকক্ষেত্রে মৃত্যু অবধি ঘটছে। ফলে যাত্রীরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আর এতে বারংবার রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here