নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ ভিড় ট্রেনে যাতায়াত করা অত্যন্ত কষ্টকর, বিশেষ করে অফিস টাইমে তো আরো কষ্ট হয়। এর মধ্যে বহু প্রবীণ নাগরিক রয়েছেন, যাদের দরকারে লোকাল ট্রেনে উঠতে হয়। কিন্তু ভিড় ট্রেনে দাঁড়ানোই কষ্টকর হয়ে ওঠে। সব সময় বসার জায়গাও পাওয়া যায় না। তবে আর যাতায়াত করতে কষ্ট হবে না। এবার থেকে লোকাল ট্রেনে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কামরা থাকবে। রেলের তরফে সিনিয়র সিটিজেন কামরা আনার পরিকল্পনা করা হয়েছে।
ইতিমধ্যেই সেন্ট্রাল রেলওয়ে প্রথম ইলেকট্রিক মাল্টিপল ইউনিট রেক (EMU) ও প্রবীণ নাগরিকদের জন্যই বিশেষভাবে তৈরী করা কামরা এনেছে। মুম্বই সাবার্বান নেটওয়ার্কের লোকাল ট্রেনগুলিতে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কামরা থাকবে। মাটুঙ্গার ওয়ার্কশপে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ কামরা তৈরী করা হয়েছে। এই কোচে ওঠা-নামার জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। কামরায় দু’জন-তিন জন করে বসার বেঞ্চ করা হয়েছে। আর ধরার সুবিধার জন্য হ্যান্ডেলগুলিও বেশ অনেকটা নীচে রাখা হয়েছে।
দরজার সামনেও ভারসাম্য রাখার জন্য বেশ কিছু ধরার হ্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। দুই দরজাতেই ইমার্জেন্সি সিঁড়ি থাকবে। বাকি কামরা থেকে প্রবীণ নাগরিকদের কামরা আলাদাভাবে চিহ্নিত করতে আলাদা ভিনাইল ডিজাইন করা হচ্ছে। প্রবীণ নাগরিকদের কাছ থেকে এই কামরা নিয়ে ফিডব্যাক নেওয়া হবে। তাদের প্রতিক্রিয়ার পরই রেল পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র এই প্রসঙ্গে জানান, “এটাই প্রথম প্রোটোটাইপ। আমরা এই ধরণের আরো পরিবর্তন আনব। সমস্ত বয়সের যাত্রীদের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here