অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকালের পর আজ বুধবার সকালবেলা থেকেই ভাঙড় এক নম্বর ব্লক নিরাপত্তায় ঘিরে ফেরা হয়েছিল। এছাড়া বাসন্তী হাইওয়ের দু’পাশে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। এই আবহে ভাঙড় এক নম্বর ব্লকের তৃণমূল নেতা শাজাহান মোল্লার নেতৃত্বে মিছিল শুরু হয়। আর অনেককে এই মিছিলে লাঠি হাতে অংশগ্রহণ করতে দেখা যায়।
এরপর ওই মিছিল থেকে বোমাবাজি ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে তখন ভাঙড় দুই নম্বর ব্লকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ারের কর্মসূচীতে রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোনারপুর, বারুইপুর, জয়নগর হয়ে বিষ্ণুপুরে যাওয়ার কথা। এর মধ্যেই ভাঙড়ের বিবিরহাট এলাকায় আইএসএফের বিরুদ্ধে বোমাবাজি করার অভিযোগ উঠেছে। আর এবার সিপিএম ক্যানিং, ভাঙড় এবং মন্দিরবাজার এলাকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জেলাশাসক, রাজ্য নির্বাচন কমিশনের জেলা আধিকারিকের হস্তক্ষেপ চেয়ে ইমেল করেছে।
Sponsored Ads
Display Your Ads Here