অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ নির্বাচনে বেআইনী অর্থ বা কালো টাকা ব্যবহার করে কোনো রাজনৈতিক দল যাতে সুবিধা নিতে না পারে, তা নিশ্চিত করতে এবার নির্বাচন কমিশন নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। আজ নির্বাচন কমিশন জানিয়েছে, ‘‘এখন থেকে ব্যাঙ্কের গাড়িতেও বিশেষ নজরদারী চালানো হবে। বিশেষ করে যে গাড়িতে এটিএমে টাকা পাঠানো হয় সেই গাড়িকেও বৈধতার পরীক্ষা দিতে হবে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে কালো টাকা ও অবৈধ লেনদেনের উপর নজরদারী করতেও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।’’
নির্বাচন কমিশনের তরফে এও জানানো হয়েছে যে, এই ধরণের ব্যাঙ্কের গাড়ি বা এটিএমে টাকা ভরার গাড়িতে ‘কিউআর কোড’ ব্যবহার করতে হবে। এতে ‘কিউআর কোড’-এ গাড়িতে থাকা টাকার হিসাব দেওয়া থাকবে। আর সেই হিসাব না মিললে টাকা বাজেয়াপ্ত করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, গত শনিবার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, ‘‘এবারের চার ‘ম’ বা ‘এম’ এর অপব্যবহার রুখতে বিশেষ নজর দেওয়া হবে। অর্থাৎ মানি পাওয়ার বা আর্থিক ক্ষমতার প্রয়োগ অন্যতম। আর মূলত, দেশের রাজনৈতিক দলগুলির মধ্যে আর্থিক ক্ষমতা প্রয়োগ করে ভোট কেনার প্রবণতা রয়েছে। ফলে এই ধরণের ঘটনা কড়া হাতে দমন করা হবে। আর দমন করা হবে কিভাবে তা ধীরে ধীরে জানানো হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here