নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ বর্ধমান স্টেশনে ভয়াবহ পদপিষ্টের ঘটনার পর একাধিক নতুন নিয়ম চালু করা হয়েছে। রেল কর্তৃপক্ষ স্টেশনে পর্যাপ্ত রেলপুলিশ মোতায়েন করার পাশাপাশি পরীক্ষামূলকভাবে একাধিক নতুন নিয়ম চালু করেছে। যাত্রী চলাচলের পরিস্থিতি বিবেচনা করে স্টেশনের বিভিন্ন জায়গায় নোটিশ বোর্ড আটকে দেওয়া হবে।

রেলের তরফে জানানো হয়েছে-
- এখন থেকে বর্ধমান-হাওড়া মেন লাইন লোকাল ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে চলবে।
- বর্ধমান-হাওড়া কর্ডলাইন লোকাল ট্রেন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে চলবে।
- বর্ধমান-আসানসোল ও বর্ধমান-রামপুরহাট লোকাল ট্রেন ছয় এবং সাত নম্বর প্ল্যাটফর্মে থামবে।
- আর বর্ধমান-কাটোয়া লোকাল ট্রেন আট নম্বর প্ল্যাটফর্ম থেকে চলবে।
- পাশাপাশি প্ল্যাটফর্মে ওঠানামার জন্য ফুট ওভারব্রিজ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যাতে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে রাখা যায়।

কিন্তু যাত্রীরা দুর্ঘটনার পর এই পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। যাত্রীদের অভিযোগ, “প্রতিবারই দুর্ঘটনা ঘটার পর রেল কর্তৃপক্ষের তৎপরতা দেখা যায়। তবে কিছুদিন পরেই সব আগের মতো হয়ে যায়।” আবার কারোর অভিযোগ, “ফুটওভারব্রিজের পরিকাঠামো পর্যাপ্ত নয়। সিঁড়িগুলো সংকীর্ণ। আর চলন্ত সিঁড়িতে অনেকেই অভ্যস্ত নন। ফলে নতুন নিয়মেও ভিড়জনিত দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।”
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code













