নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ আজ উত্তরাখণ্ডের গাড়ওয়াল জেলার পাউরি তেহসিলে চামি গ্রামের কাছে ধসের কারণে রাস্তার উপর ধ্বংসস্তূপ পড়ার কারণে যমুনোত্রী জাতীয় সড়ক (১২৩ নম্বর) অবরুদ্ধ হয়ে পড়েছে। রাস্তায় পাথর ভেঙে এই জাতীয় সড়কে যান চলাচল থমকে গিয়েছে। বেশ কয়েকটি গাড়ি আটকেও পড়েছে।
রাস্তার বিভিন্ন অংশে ধ্বংসস্তূপ পড়ার কারণে বদ্রীনাথ জাতীয় সড়কেও একই পরিস্থিতি তৈরী হয়েছে। ওই রাস্তা পাগল নালার কাছে অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ধ্বংসস্তূপ সরাতে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, গত কয়েক দিন থেকে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে।
হরিদ্বারে সাত বছর বয়সী শিশু সহ তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া হরিদ্বার, লাকসার, হরিদ্বার, রুরকির সহ ভগবানপুর জলমগ্ন হওয়ায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। খাবার ও পানীয় জলও দেওয়া হয়েছে। পাশাপাশি হরিদ্বারে প্লাবিত এলাকাগুলিতে সেনা এবং পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।