মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ আবার উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালিতে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) হানা দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অস্ত্র-বোমা মজুতের খবর গোপন সূত্র মারফত পেতেই শাহজাহান শেখের এক জন ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে অভিযান চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সিবিআই সন্দেশখালির সরবেড়িয়ার মল্লিকপুরে শাহজাহান ঘনিষ্ঠ হাফিজুল খাঁয়ের ভগিনীপতির বাড়িতে তল্লাশি অভিযানে যান। মাছের ভেড়িবেষ্টিত বাড়িটি মূল রাস্তা থেকে প্রায় ২০০ মিটার ভিতরে। সেখানে যাওয়ার একটিই সরু ইট পাতা রাস্তা রয়েছে। কেন্দ্রীয় বাহিনী সেই রাস্তা আটকে বাড়িটি তল্লাশি চালায়। আর তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রচুর অস্ত্র-বোমা উদ্ধার হয়েছে। পাশাপাশি সিবিআইয়ের অনুমান, বাড়িতে প্রয়োজনীয় নথিপত্রও পাওয়া যেতে পারে।

মূলত, কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি ঘটনার তদন্তভার সিবিআই নেওয়ার পর বেশ কয়েক বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে এসেছেন। গত শনিবারও সিবিআইয়ের দু’টি দল সন্দেশখালিতে এসেছিল। একটি দল গিয়েছিল থানায়। আর অন্য দলটি সুন্দরীখালির দিকে গিয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here