নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ গুজরাতের খেড়া জেলার নাদিয়াড় এলাকায় মদ্যপান করার পরেই ৩ জন শ্রমিক অসুস্থ হয়ে মারা গেলেন। মৃতরা পেশায় রংমিস্ত্রি ছিলেন। আপাতত মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যেখানে রাজ্যে মদ বর্জিত সেখানে মদ্যপান করে মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন উঠছে।
১৯৬০ সাল থেকে গুজরাতে মদ নিষিদ্ধ। এখানে মদ তৈরী, বিক্রি ও মজুত করে খাওয়াও নিষিদ্ধ। তবুও শ্রমিকরা রাজ্যে বিষাক্ত মদ হাতে পেলেন কিভাবে? অথবা সত্যিই তারা মদ্যপান করেছিলেন কিনা, তা পুলিশ খতিয়ে দেখছে। এদিকে, মৃতদের পরিবারের দাবী, ‘‘তিন জনেই বিষাক্ত চোলাই মদ খেয়েছিলেন।’’ কিন্তু ফরেন্সিক পরীক্ষায় তিন জনের রক্তের নমুনাতে মেথানল পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর আসল কারণ জানা যাবে। প্রসঙ্গত, গত মাসেই অবৈধ ভাবে মদ তৈরীর অভিযোগে পুলিশ মেহসানা জেলা থেকে দু’জনকে গ্রেফতার করেছিল।