নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ কর্ণাটকের পর গুজরাতের আহমেদাবাদে ২ মাসের একটি শিশুর শরীরে এইচএমপিভি (হিউম্যান মেটানিউমোভাইরাস) ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। আক্রান্ত শিশুটি আপাতত আহমদাবাদের চাঁদখেরা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি ওই শিশুর পরিবার চিকিৎসার জন্য রাজস্থানের দুঙ্গারপুর থেকে আহমদাবাদে পৌঁছেছিল। সেখানেই আজ শারীরিক পরীক্ষার পর ওই শিশুর শরীরে এইচএমপিভি ভাইরাসের সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে।
উল্লেখ্য, এদিন সকালবেলাই বেঙ্গালুরুতে প্রথমে আট মাসের শিশু ও পরে তিন মাসের শিশুর শরীরে এইচএমপিভি ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। তবে এই দু’জন শিশুর অবস্থা স্থিতিশীল। এদের মধ্যে তিন মাসের শিশুটিকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। অন্য জনও সেরে ওঠার মুখে। আর কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সাথে বেঙ্গালুরুতে হওয়া এই ভাইরাসের কোনো যোগ নেই। আর অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
Sponsored Ads
Display Your Ads Here
সম্প্রতি চীনে এইচএমপিভি ভাইরাসের একটি রূপের সংক্রমণ বেড়ে যাওয়ার পর থেকেই ভারত সহ অন্যান্য দেশে উদ্বেগ দানা বেঁধেছে। জানা গিয়েছে, ভারতে অতীতেও এই ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে। কিন্তু এইচএমপিভি ভাইরাসটির কোনো রূপান্তর হয়েছে কিনা, তা এখনো অবধি স্পষ্ট ভাবে জানা যায়নি। চীনে এইচএমপিভি ভাইরাসটির যে রূপ ছড়িয়ে পড়েছে, সেটির গঠনের বিষয়ে এখনো অবধি কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে এটি ভাইরাসের চীনা রূপ নাকি স্বাভাবিক এইচএমপি ভাইরাসের সংক্রমণ, তা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না।
Sponsored Ads
Display Your Ads Here
মূলত, এই ভাইরাসের সংক্রমণে জ্বর, কাশি, মাথা ধরা, শ্বাসকষ্ট, ঠান্ডা লাগা, ঘাম হওয়া, পেশি এবং গাঁটগুলিতে ব্যথা, ক্লান্তি ও খিদে কমে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়। সাধারণত, ১৩ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ দেখা যায়। তবে দেহের রোগ প্রতিরোধক্ষমতা কমে গেলে প্রাপ্তবয়স্কদের শরীরেও এইচএমপিভি ভাইরাস বাসা বাঁধতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here