অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ তাজপুরের গভীর সমুদ্রবন্দর হাতছাড়া হওয়ার পর এই প্রথমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি আলাপ করলেন। গতকাল শিল্পপতি গৌতম আদানি রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক ভবন নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেন। প্রায় এক ঘণ্টার মতো এই বৈঠক হয়।
সূত্রের খবর, গৌতম আদানি ছেলে করণ আদানিকে নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে এসেছিলেন। এদিন বিকালবেলা ৫টা নাগাদ নবান্নে ঢুকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অফিসে পৌঁছে যান। এরপর সেখানেই একান্ত বৈঠক চলে। অবশ্য বৈঠকে আলোচনা হয়েছে কি নিয়ে সেই বিষয়ে নবান্নের তরফে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, চলতি বছরে আয়োজিত বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে গৌতম আদানিকে দেখা যায়নি। জল্পনা তৈরী হয়েছিল যে, রাজ্য়ের সাথে আদানি গোষ্ঠীর তাজপুর নিয়েই কি অস্বস্তি বাড়ছে? আপাতত তাজপুর ঘিরে তৈরী হওয়া অস্বস্তিকে সরিয়ে এবার গৌতম আদানি নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা করতে চলে আসেন। বিশেষজ্ঞ মহলের মতে, ‘‘গৌতম আদানির আগমনকে ভালো চোখেই দেখা যেতে পারে।’’
Sponsored Ads
Display Your Ads Here
এমনকি, ২০২২ সালে তাজপুরের ‘লেটার অব ইনটেন্ট’ আদানিদের হাতে তুলে দেওয়ার আগে গৌতম আদানিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করতে দেখা গিয়েছিল। তবে কি এবারের বৈঠকের পরেও রাজ্য নয়া বিনিয়োগ আসতে চলেছে? উল্লেখ্য, এক মাস আগেই টাটা গোষ্ঠীর কর্ণধার এন চন্দ্রশেখরণ নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক সেরে গিয়েছিলেন। তারপর থেকেই রাজ্যে টাটার ‘প্রত্যাবর্তনের’ প্রত্যাশা বাড়তে থাকে।