ব্যুরো নিউজঃ রাশিয়াঃ ২৪ শে ফেব্রুয়ারী রাশিয়া ও ইউক্রেন সংঘাতের পর থেকেই বহু দেশ সহ আন্তর্জাতিক সংস্থা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর এই নিষেধাজ্ঞার তালিকায় এখন রাশিয়ান বিড়ালের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে।
ফেডারেশন ইন্টারন্যাশনাল ফেলিনের কার্যনির্বাহী বোর্ড এই বিষয়ে একটি বিবৃতি জারি করে জানিয়েছে যে, “ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনা মর্মান্তিক। এই হামলায় বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। অনেকে আহত হয়েছেন। তাই জীবন বাঁচাতে হাজার হাজার মানুষকে ঘর-বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে কিছু বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
যেখানে বলা হয়েছে, ১ মার্চ থেকে রাশিয়ান জাতের কোনো বিড়াল আমদানি করা হবে না। এমনকি রাশিয়ান জাতের বিড়াল রপ্তানি এবং রেজিস্ট্রেশন উপর বিধিনিষেধ আরোপিত করা হয়েছে। এছাড়া রাশিয়ার বাইরে এখন কোনো রাশিয়ান বিড়াল ফেডারেশনের পেডিগ্রি বুকে নিবন্ধিত হবে না। যেই নিষেধাজ্ঞা ৩১ শে মে পর্যন্ত বলবৎ থাকবে।”
Sponsored Ads
Display Your Ads Here