রায়া দাসঃ কলকাতাঃ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কলকাতার তপসিয়া অঞ্চলে অভিযান চালিয়ে কলকাতা পুলিশের এসটিএফের হাতে দেড় লক্ষ টাকা্র জাল নোট সহ গ্রেফতার হয়েছে জাল নোট কারবারে অন্যতম মূল অভিযুক্ত রকিমুল শেখ নামে এক ব্যক্তি। বাড়ি মালদার কালিয়াচকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রকিমুলের কাছ থেকে তিনশোটি জাল ৫০০ টাকার নোট উদ্ধার হয়েছে। এর আগেও তাকে ওই একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু জেল থেকে বেরিয়ে আবার জাল নোটের কারবার শুরু করে। তবে রকিমুলের সাথে বড়ো কোনো চক্র জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here