চয়ন রায়ঃ কলকাতাঃ বালিগঞ্জের পর এবার গড়িয়াহাটে বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়েছে। আজ গড়িয়াহাট মোড়ে গাড়ি থেকে কোটি টাকা উদ্ধার হয়েছে। গড়িয়াহাট থানার পুলিশ এই ঘটনায় দুই জনকে আটক করেছেন।
পুলিশ সূত্রে খবর অনুযায়ী, স্পেশাল টাস্ক ফোর্স (এসটএফ) গাড়িতে করে নগদ টাকা নিয়ে যাওয়ার খবর পেয়ে সেই মতো অভিযান চালিয়ে এদিন সন্ধ্যাবেলা লালবাজারের গুন্ডাদমন শাখা গড়িয়াহাট থেকে গাড়ি আটক করে মোট নগদ ১ কোটি টাকা উদ্ধার করেছে।
এর পাশাপাশি বেলিগাছিয়ার বাসিন্দা গাড়ি চালক দুলাল মণ্ডল ও রাজস্থানের বাসিন্দা মুকেশ সারস্বতকে আটক করা হয়েছে। এই নগদ টাকা কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।