নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ লালকেল্লার বিস্ফোরণের পর এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের রাজধানীতে বোমাতঙ্ক ছড়ালো। একের পর এক আদালত উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চিঠি এসেছে। এমনকি একাধিক বিদ্যালয়েও হুমকির চিঠি দেওয়া হয়েছে। বোম স্কোয়াড খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

সূত্রের খবর, হুমকির এই ইমেলে দিল্লির সকেত কোর্ট ও পাতিয়ালা কোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি আসে। এরপর সঙ্গে সঙ্গে গোটা আদালত ফাঁকা করে দেওয়া হয়। আপাতত দু’ঘণ্টার জন্য আদালতের সব কাজ বন্ধ রাখা হয়েছে। সব কর্মীদের নিরাপত্তার কারণ দেখিয়ে কাজ বন্ধ রাখার নোটিশ দেওয়া হয়েছে। মধ্যাহ্নভোজের পর আবার কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি দিল্লি ফায়ার সার্ভিসের কাছে ফোন আসে যে, ‘দ্বারকা এবং প্রশান্ত বিহারের সিআরপিএফ স্কুল বোমায় উড়িয়ে দেওয়া হবে।’

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code









