ব্যুরো নিউজঃ ক্যালিফোর্নিয়াঃ সমগ্র বিশ্বে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৯ কোটি মানুষ। কিন্তু এবার করোনা থাবা বসালো গরিলার শরীরেও।আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো চিড়িয়াখানায় করোনা আক্রান্ত ৮ টি গরিলা।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ মনে করছেন, চিড়িয়াখানার রক্ষণাবেক্ষণে নিযুক্ত ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ায় তার শরীর থেকেই গরিলার দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। মানুষের মতোই তাদের শরীরেও করোনার উপসর্গ যেমন কাশি, জ্বর শুরু হয়। তারপর গরিলার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে করোনার রিপোর্ট অনুযায়ী জানা যায়, তাদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
চিড়িয়াখানার এগজিকিউটিভ ডিরেক্টর লিসা পিটরসন জানিয়েছেন, “কাশি ও সামান্য উপসর্গ ছাড়া গরিলাগুলি স্বাভাবিক ভাবেই আছে। তারা জল এবং খাবার দুই খাচ্ছে। তবে আশা করা যাচ্ছে যে শীঘ্রই তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।
তবে গোরিলাগুলি সংক্রমিত হওয়ায় চিড়িয়াখানায় থাকা অন্যান্য প্রাণীদের নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।