নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের কাঁথির ভাজাচাউলির বিজেপি নেতা জন্মঞ্জয় দুলাইয়ের খুনের ঘটনায় সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) ত্রিশ জন তৃণমূল নেতাকে তলব করেছে। এই ত্রিশ জনের মধ্যে কাঁথি তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ সহ একাধিক তৃণমূল নেতা রয়েছে। গত ৩ রা এপ্রিল ও ৪ ঠা এপ্রিল দু’দফায় ১৩ জন ও ১৭ জনকে নিজাম প্যালেসের তলব করা হয়। কিন্তু তৃণমূল নেতাদের কেউ হাজিরা দেননি।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কাঁথি তিন নম্বর ব্লকের তৃণমূল নেতা নন্দ মাইতিকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠে। ওই ঘটনায় এলাকারই বাসিন্দা বিজেপির দাপুটে নেতা জন্মঞ্জয় দলাইয়ের নাম জড়িয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর ভোট পরবর্তী সময় তৃণমূলের বিরুদ্ধে ওই বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। তারপর পুলিশ ফাঁকা মাঠে থেকে জন্মঞ্জয় দলাইয়ের দেহ উদ্ধার করে। এই ঘটনায় বিজেপি তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীর বিরুদ্ধেই খুনের অভিযোগ তোলেন। পাশাপাশি জন্মঞ্জয় দলাইয়ের পরিবারের তরফ থেকে সিবিআই তদন্তের দাবী জানানো হয়। যদিও পরবর্তীতে সিবিআইয়ের হাতেই এই তদন্তভার যায়।
Sponsored Ads
Display Your Ads Here