নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ আজ সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সহগল হোসেনের বীরভূমের বোলপুরের কাশীপুর বাইপাস সংলগ্ন এলাকার ফ্ল্যাটে হানা দিয়েছে। দুই জন সিবিআই আধিকারিক সহ এক জন ব্যাঙ্ককর্মীও এই ফ্ল্যাটে প্রবেশ করেন। সহগল এলাকায় ববিন নামে পরিচিত।
সূত্রের খবর অনুযায়ী গোরুপাচার মামলায় সে অনুব্রত মণ্ডলের আগে থেকেই সিবিআই হেফাজতে রয়েছেন। সহগলের আয় বহির্ভূত প্রচুর সম্পত্তিও পাওয়া গিয়েছে। সহগলের বোলপুরে সাতটি ব্যাঙ্কে মোট ১৮ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। সিবিআই আধিকারিকরা এই সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্যই তার ফ্ল্যাটে যান।
এদিন সহগলের স্ত্রী ফ্ল্যাটে থাকায় তাকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। যে ব্যাঙ্কগুলিতে সহগলের অ্যাকাউন্ট রয়েছে আগেই তাদের চিঠি পাঠানো হয়েছে। এছাড়া তার ‘শাওন ধারা’ আবাসনে দুইটি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে একটি ‘টু বিএইচকে’ ও অন্যটি ‘থ্রি বিএইচকে’। এখানেও সহগলের দুইটি গাড়ি রয়েছে যেগুলি অনুব্রত মণ্ডল ব্যবহার করতেন।
এমনকি এখানে বিভিন্ন প্রভাবশালী নেতারা প্রায় যাতায়াত করতেন। এর পাশাপাশি এই ফ্ল্যাটের ঠিক উল্টো দিকেই দশ কাঠা জায়গা ঘেরা অবস্থায় রয়েছে। যা সহগলের নামে রয়েছে।