নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ এবার কেন্দ্রীয় সরকার বুস্টার ডোজ নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে। যেখানে স্বাস্থ্য মন্ত্রক করোনা ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের ব্যবধান কমিয়ে ন’মাস থেকে ছ’মাসে এনেছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য সচীব রাজেশ ভূষণের তরফ থেকে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে চিঠি পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
চিঠিতে জানানো হয়েছে, ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের ব্যবধান ২৯ সপ্তাহ অর্থাৎ ৯ মাস থেকে কমানো হয়ে ২৬ সপ্তাহ অর্থাৎ ৬ মাসে করা হবে। ইতিমধ্যে সমস্ত ভ্যাক্সিনেশন কেন্দ্রগুলোকে সেই নির্দেশও দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code