অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) মামলায় এবার তৎকালীন তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল জামিন পেলেন।
প্রসঙ্গত, অয়ন শীলের সংস্থা পুরনিয়োগের ওএমআর শিট বানানোর বরাত পেত। ইডি তদন্তে নেমে শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে পুরনিয়োগ দুর্নীতির যোগসাজশ পাওয়ার পর ২০২৩ সালে ২০ শে মার্চ তাকে গ্রেফতার করেছিল। তদন্তকারী সংস্থার অভিযোগ ছিল, “অয়ন শীল এজেন্টের মাধ্যমে চাকরীপ্রার্থীদের থেকে ১ কোটি ৬৭ লক্ষ টাকা তুলেছিলেন। ওই টাকা সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে গিয়েছিল। এরপর অয়ন শীল ইমেলের মাধ্যমে সন্তু গঙ্গোপাধ্যায়কে ওই তালিকা পাঠাতেন।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর সেই তালিকা কুন্তল ঘোষের কাছে পৌঁছে যেত।” এদিন বিচারপতি শুভ্রা ঘোষ দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করলেন। আর অয়ন শীলকে পাসপোর্ট জমা রাখার পাশাপাশি জানানো হয় যে, মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে না। আর তদন্তে সহযোগীতা করতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here