রায়া দাসঃ কলকাতাঃ রানাঘাট এসি লোকাল সম্প্রতি চালু হয়েছে। যা সাফল্যের সঙ্গে যাতায়াত করছে। তবে পুজোর আগে শিয়ালদহ শাখার যাত্রীদের আবারও সুখবর দিল ভারতীয় রেল। এবার আর শুধু রানাঘাট এসি লোকাল নয়। আরও দু’টি রুটে এসি লোকাল শুরু হতে চলেছে। একটি হল- ক) শিয়ালদহ- ভায়া বারাসত – বনগাঁ- রানাঘাট। অন্যটি হল খ) শিয়ালদহ – ভায়া রানাঘাট – কৃষ্ণনগর সিটি জংশন।
রেল সূত্রে খবর, শিয়ালদহ – ভায়া রানাঘাট – কৃষ্ণনগর সিটি জংশন এসি লোকাল রুটে বেলঘড়িয়া এবং শ্যামনগর স্টেশনটিকে যুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহে এই দু’টি রুটে এসি লোকাল শুরু হতে চলেছে বলে খবর। সোমবার সাংবাদিক বৈঠকে শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা এই দু’টি রুটে নয়া এসি লোকাল শুরু করার কথা জানিয়েছেন। পাশাপাশি ঘোষণা করলেন নয়া ভাড়ার তালিকাও।
১) শিয়ালদহ – ভায়া বারাসত – বনগাঁ- রানাঘাট
শিয়ালদহ – বিধাননগর রোড – ৩৫ টাকা
শিয়ালদহ – দমদম জংশন – ৩৫ টাকা
শিয়ালদহ – দমদম ক্যান্টনমেন্ট – ৩৫ টাকা
শিয়ালদহ – মধ্যমগ্রাম — ৬০ টাকা
শিয়ালদহ – বারাসাত — ৬০ টাকা
শিয়ালদহ – দত্তপুকুর — ৮৫ টাকা
শিয়ালদহ – হাবরা — ৯০ টাকা
শিয়ালদহ – গোবরডাঙ্গা — ১০৫ টাকা
শিয়ালদহ – ঠাকুরনগর — ১০৫ টাকা
শিয়ালদহ – বনগাঁ — ১২০ টাকা
শিয়ালদহ – মাঝেরগ্রাম — ১৩০ টাকা
শিয়ালদহ – রানাঘাট — ১৫০ টাকা
২) শিয়ালদহ – ভায়া রানাঘাট – কৃষ্ণনগর সিটি জংশন
Sponsored Ads
Display Your Ads Hereশিয়ালদহ – বিধাননগর রোড — ৩৫ টাকা
শিয়ালদহ – দমদম জংশন — ৩৫ টাকা
শিয়ালদহ – বিধাননগর রোড — ৩৫ টাকা
শিয়ালদহ – বেলঘড়িয়া — ৪০ টাকা
শিয়ালদহ – সোদপুর — ৬০ টাকা
শিয়ালদহ – খড়দহ — ৬০ টাকা
শিয়ালদহ – বারাকপুর — ৬০ টাকা
শিয়ালদহ – শ্যামনগর — ৮৫ টাকা
শিয়ালদহ – নৈহাটি — ৯০ টাকা
শিয়ালদহ – কাঁচরাপাড়া — ৯৫ টাকা
শিয়ালদহ – কল্যাণী — ৯৫ টাকা
শিয়ালদহ – চাকদহ — ১০৫ টাকা
শিয়ালদহ – রানাঘাট — ১২০ টাকা
শিয়ালদহ কৃষ্ণনগর সিটি জংশন — ১৪০ টাকা
ট্রেনগুলি কখন ছাড়বে?
১) শিয়ালদহ – ভায়া বারাসাত – বনগাঁ- রানাঘাট এসি লোকাল —
রানাঘাট থেকে ছাড়বে সকাল ৭:১১ মিনিট নাগাদ। বনগাঁয় পৌঁছে সেখান থেকে ছাড়বে ৭:৫২ মিনিট নাগাদ। শিয়ালদহ পৌঁছবে সকাল ৯:৩৭ মিনিট নাগাদ। শিয়ালদহ থেকে ছাড়বে সন্ধ্যা ৬:১৪ মিনিট নাগাদ। বনগাঁ পৌঁছবে রাত ৮:০৪ মিনিট নাগাদ। রানাঘাট পৌঁছবে রাত ৮:৪১ মিনিট নাগাদ।
Sponsored Ads
Display Your Ads Here২) শিয়ালদহ – ভায়া রানাঘাট – কৃষ্ণনগর সিটি জংশন এসি লোকাল —
শিয়ালদহ থেকে ছাড়বে সকাল ৯:৪৮ মিনিট নাগাদ। কৃষ্ণনগর পৌঁছাবে বেলা ১২:০৭ মিনিট নাগাদ।
Sponsored Ads
Display Your Ads Hereকৃষ্ণনগর থেকে ছাড়বে দুপুর ১:৩০ মিনিট নাগাদ। শিয়ালদহ পৌঁছবে দুপুর ৩:৪০ মিনিট নাগাদ।
রেল সূত্রে খবর, আপাতত এক জোড়া এসি লোকাল চলছে। নয়া দু’টি রুটের জন্য আরও এসি লোকাল রেক নিয়ে আসা হচ্ছে বলে ডিআরএম জানালেন। মেট্রো নয়া পরিষেবায় যাত্রী সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। তার সঙ্গে পাল্লা দিতে এসি রেক বৃদ্ধি করা হচ্ছে। এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই দ্রুত নয়া এই দুটি রুটে এসির এক নামানো হচ্ছে বলে ডিআরএম জানিয়ে দিলেন।