অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের নতুন বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগের প্রস্তুতি শুরু করেছিল। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, ‘‘তিনি দরকার পড়লে ওই পরীক্ষা বন্ধ করে দিতে পারবেন।’’
এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে টেটের নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘প্রাথমিক শিক্ষা পর্ষদ বন্ধুর মতো আচরণ করছে না। তাই আগের মন্তব্য প্রত্যাহার করতে বাধ্য হচ্ছি। আমি বলেছিলাম নিয়োগে বাধা দেব না। কিন্তু এখন যদি দেখি প্রাথমিক শিক্ষা পর্ষদ আইন না মেনে কাজ করছে তবে পরীক্ষা বন্ধ করে দেব।’’
প্রসঙ্গত, ৪ ঠা নভেম্বর অর্থাৎ গত বৃহস্পতিবার প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘‘তিনি নিয়োগের বিরুদ্ধে নন। প্রাথমিকে শিক্ষক নিয়োগের নতুন প্রক্রিয়া নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে যে আশঙ্কা তৈরী হয়েছিল তা দূর করে চাকরীপ্রার্থীদের স্বার্থের কথা ভেবেই বাধা দেওয়া যাবে না।
তবে যদি কোনো অভিযোগ বা মামলা হয় তাহলে বিচার চলতে পারে। কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার পক্ষে নই। যদি না এমন কোনো খুব গুরুতর অভিযোগ সামনে আসে যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়।’’ আর সেই মন্তব্যের এক সপ্তাহ কাটতে না কাটতেই নিজের বলা কথা ফিরিয়ে নিয়েছেন।