নিউজ ডেস্কঃ তেলেঙ্গানাঃ তেলেঙ্গানার ভিকারাবাদ এলাকার কেরেল্লি গ্রামে বহু দিন পর দু’জন তরুণ আড্ডায় বসেছিলেন। এই আড্ডায় সুরাপানেরও ব্যবস্থা করা হয়। কিন্তু পাড়ার দোকান থেকে মদের বোতল কিনে বাড়ি ফিরে বোতলটি দেখতেই তারা রীতিমতো হকচকিয়ে উঠলো। ইতিমধ্যে নেটমাধ্যমে এই ঘটনার ভিডিয়ো ছড়িয়েও পড়েছে।
ওই গ্রামের অনন্তআইয়া ও লক্ষ্মীকান্ত রেড্ডি নামের দু’জন তরুণ পাড়ার দোকান থেকে চার হাজার টাকা খরচ করে বিয়ারের বোতল কেনেন। এরপর ওই বোতলের ভিতর নাড়াচাড়া করতে গিয়ে দেখেন, বোতলটির ভিতর টিকটিকির নাড়িভুঁড়ির অংশ ভেসে বেড়াচ্ছে। তারপর অনন্তআইয়া এবং লক্ষ্মীকান্ত রেড্ডি এই দৃশ্য দেখে দোকানের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে দোকানের মালিক এই বিষয় সর্ম্পকে কিছু জানেন না বলে দাবী করেছেন। ‘ট্রেন্ডস ইন ইন্ডিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডলের পাতায় পুরো ঘটনার ভিডিয়ো পোস্ট করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here