অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল দোলের সন্ধ্যায় নিউটাউন থানার ভিতর মহিলা সাব ইন্সপেক্টরকে শ্লীলতাহানির অভিযোগ উঠলো। এই ঘটনায় পুলিশী নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্ন উঠছে। ইতিমধ্যে এই ঘটনায় দু’জন যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এদিন দু’জন মদ্যপ যুবক গাড়ি নিয়ে সেক্টর ফাইভের দিক থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল। এরপর গাড়ি রাস্তাতেই বেসামাল হয়ে একটি পাঁচিলে ধাক্কা মারে। এরপর স্থানীয়রা গাড়িতে থাকা দুই যুবককে পাকড়াও করে নিউটাউন থানার পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসতেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, “যেভাবে গাড়িটা চলছিল তাতে যেকোনো সময় বড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারতো।”

- Sponsored -
আর বিক্ষোভ চলাকালীন পুলিশ দুই যুবক সহ তাদের ভাঙাচোরা গাড়ি আটক করে থানায় নিয়ে নিয়ে আসেন। তবে থানায় আসার পর থানায় থাকা কর্তব্যরত মহিলা ডিউটি অফিসার তাদের নাম জিজ্ঞেস করলে যুবকরা রেগে গিয়ে ওই মহিলা অফিসারের গায়ে হাত দেয়। মারধর করে। এমনকি পোশাকের দড়ি ধরে টানাটানি করে বলেও অভিযোগ ওঠে। এই ঘটনার পর পুলিশের তরফে অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। পাশাপাশি বারাসাত আদালতেও তোলা হয়।