Indian Prime Time
True News only ....

এবার প্লাবিত হলো কাজিরাঙার একাংশ

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ আসামঃ আসামে বন্যা পরিস্থিতি চরমে পৌঁছেছে। এবার কাজিরাঙা জাতীয় উদ্যানের কিছু অংশ প্লাবিত হয়েছে। জানা যায়, পর্যটকদের অন্যতম আকর্ষণ কাজিরাঙা উদ্যানের অগরাতলি ফরেস্ট রেঞ্জের ৯০ শতাংশই জলের তলায়।

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, কাজিরাঙা উদ্যানের ছয় থেকে আটটি ফরেস্ট ক্যাম্প প্লাবিত হয়েছে। বাগোরি রেঞ্জে ন’টি ক্যাম্প প্লাবিত হয়েছে। কোহরা রেঞ্জে প্রায় পনেরোটি ফরেস্ট ক্যাম্প জলমগ্ন হয়ে পড়েছে। তবে এখনো অবধি কোনো প্রাণীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। আজ দু’টি হরিণকে উদ্ধার করা হয়েছে। 

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

গত কয়েক দিন ধরেই রাজ্যে প্রবল বৃষ্টি সহ বিভিন্ন নদীর জলোচ্ছ্বাসে বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে। ফলে রাজ্যবাসী অত্যন্ত দুর্ভোগের মধ্যে দিয়ে দিনযাপন করছেন। বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, ৯৮ হাজার ৮৪০ জন বাসিন্দা ক্ষতিগ্রস্ত। আর তেরোটি জেলার ৩৭১টি গ্রাম একেবারে প্লাবিত হয়ে গিয়েছে।

উল্লেখ্য যে, চলতি বছরে বন্যা পরিস্থিতিতে অসমে মৃতের সংখ্যা বেড়ে সাত জন হয়েছে। যদিও এখনো অবধি শিবসাগর এলাকায় দিখৌ নদী ফুঁসছে৷ পাশাপাশি ধুবড়ি, তেজপুর ও নেমাতিঘাট এলাকায় ব্রহ্মপুত্র বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে। 

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored