মিঠু রায়ঃ কলকাতাঃ চীনে করোনা ভাইরাসের যে নতুন উপরূপ দেখা দিয়েছে তার খোঁজ ভারতেও পাওয়া গেছে। ইতিমধ্যে ওড়িশা ও গুজরাতের চার জন বাসিন্দার শরীরে করোনা ভাইরাসের নতুন উপরূপ দেখা দিয়েছে। যার নাম ওমিক্রন বিএফ.৭ দেওয়া হয়েছে।
অক্টোবর মাসে গুজরাতের বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারে ওমিক্রন বিএফ.৭ এর প্রথম আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এরপর গুজরাতে আরো এক জন এবং ওড়িশায় দু’জনের শরীরে নতুন উপরূপের সন্ধান পাওয়া গিয়েছে।
কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয় বৈঠকের মাধ্যমে এই প্রসঙ্গে জানান, “দেশে করোনা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণেই রয়েছে। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে না। কিন্তু তা সত্ত্বেও করোনা পরিস্থিতির দিকে প্রতিনিয়ত নজর রাখা প্রয়োজন। তাই নতুন আক্রান্ত, নতুন প্রজাতি ও ভাইরাসের প্রকৃতির দিকে বাড়তি নজর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে করোনা ভাইরাস পরীক্ষা বাড়ানোর নির্দেশের সাথে সংগৃহীত নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য কেন্দ্রের অনুমোদিত ‘ইনস্যাকোগ’ পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ের ফলে জনগোষ্ঠীর মধ্যে করোনা ভাইরাসের নতুন কোনো প্রজাতি পাওয়া গিয়েছে কিনা তার একটা ধারণা পাওয়া যাবে।
প্রসঙ্গত, চীনের প্রশাসন প্রবল গণবিক্ষোভের মুখে পড়ে সম্প্রতি শূন্য কোভিডনীতি শিথিল করেছিল। তবে এরপরই দেশে কোভিড সংক্রমণের বাড়বাড়ন্ত দেখা যায়। মৃত্যুর সংখ্যাও বাড়তে থাকে। উল্লেখ্য যে, চীনের ওমিক্রন বিএফ.৭ এর সন্ধান ফ্রান্স, জাপান, জার্মানি, ব্রাজিল, ব্রিটেন, আমেরিকা, বেলজিয়াম ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিতেও পাওয়া গিয়েছে।