নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির করলা নদী থেকে বিষ্ণু রায় ও তাপস মজুমদার নামে দুই জন ব্যক্তি হাত ছিপে প্রায় ২০ কিলোগ্রাম ওজনের বোয়াল মাছ ধরলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র হইচই শুরু হয়ে যায়।
বিষ্ণুবাবু এবং তাপসবাবুর মাছ ধরার নেশা ছিল। নিত্যদিন সকালবেলা দুই বন্ধু নিয়ম করে করলা নদীতে মাছ ধরেন। আর আজও নৌকায় চড়ে বঁড়শিতে টোপ লাগিয়ে নদীতে ছিপ ফেলছিলেন। সেই সময় বিশালাকার এক বোয়াল মাছ ওই টোপ খেয়ে বঁড়শিতে গেঁথে যায়। এরপর প্রায় চার ঘন্টার চেষ্টায় মাছটিকে কাবু করে নদীর পাড়ে তোলেন।
Sponsored Ads
Display Your Ads Here
ছিপে বিশালাকার মাছ ওঠার খবর চাউর হতেই নদীর বাবুঘাট সংলঘ্ন এলাকায় এলাকাবাসীরা জমায়েত হতে শুরু করেন। স্থানীয় মৎস্যজীবীরা বলেন, ‘‘রুপোলী বোয়াল মাছ তিস্তা নদীতে বেশী পাওয়া যায়। আর সোনালী বোয়াল মাছ করলা নদীতে পাওয়া যায়। কিন্তু এবার জলপাইগুড়িতে প্রচণ্ড বর্ষা হওয়ায় তিস্তা নদীর জল করলা নদীতে ঢুকেছিল।
Sponsored Ads
Display Your Ads Here
আর হয়তো সেই জলের সঙ্গেই এই বিশালাকৃতির রুপোলী বোয়াল মাছ করলা নদীতে এসে পড়েছে বলে মনে করা হচ্ছে।’’ সুতরাং এখানে আরো বেশ কিছু এমন ধরণের মাছ পাওয়া যাবে বলে অনেকেই মনে করছেন।
Sponsored Ads
Display Your Ads Here