নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা যাত্রী পরিষেবায় এবার শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাসের টিকিট কাউন্টারের পাশে মাতৃদুগ্ধ পানের জন্য আলাদা ঘর তৈরী করেছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কোলের সন্তান নিয়ে অনেক মায়েরা বাসে যাতায়াত করেন। অনেক সময় টার্মিনাসে বসে শিশুদের মাতৃদুদ্ধ পান করাতে দেখা যায়। তা যেমন দৃষ্টিকটূ তেমনই মায়েরা নানা সমস্যাতেও পড়েন। আর কখনো বা বিশ্রামের সঠিক জায়গা না পেয়ে শিশুরাও কাঁদতে থাকে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তাই সে সব দিক বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে পানীয় জলের ব্যবস্থাও থাকছে। এমনকি বিভিন্ন খেলনাও রাখা হবে। এছাড়া তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে কাঠমান্ডু রুটে বাস চালু হয়েছে। পরিবহণমন্ত্রী ঢাকা-শিলিগুড়ি বাস পরিষেবা চালুর কথা ঘোষণাও করেছেন।
এদিকে সিকিমের সাথেও রাজ্যের পরিবহণ দপ্তরের চুক্তি হওয়ায় বেশী করে দুই রাজ্যের মধ্যে গাড়ি চলাচল বাড়বে। সেই তুলনায় তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে বসার ব্যবস্থা কম। তবে যাত্রীদের জন্য ডিলাক্স ঘর থাকলেও তাতে ২০ টাকা করে নেওয়া হয়। কিন্তু অনেক সময় তাতেও সঠিক পরিষেবা পাওয়া যায় না বলে অভিযোগ ওঠে।
![](https://indianprimetime.in/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2021-10-19-at-5.10.49-PM-1-300x300.jpeg)