চয়ন রায়ঃ কলকাতাঃ আজ ফের কলকাতার ভিআইপি রোড থেকে বেশ ভিতরের দিকে কেষ্টপুরে মিশন বাজার এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডের জেরে পাশাপাশি ছ’টি বাড়ি আগুনের করাল গ্রাসে পুড়ে ছাই হয়ে গেল। ফলে আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকা।
স্থানীয়রা দমকল বিভাগে খবর দিলে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসতে দেরি হওয়ায় তারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও দমকল বিভাগ তাদের আসতে দেরি হওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রাবন্তী প্রামাণিক নামে একজন মহিলার নিজের বাড়ির পাশে ছ’টি ভাড়া ঘর ছিল। তার মধ্যে একটিতে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পর পর ছ’টি বাড়িতে আগুন লেগে যায়। আর চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে রাজারহাট-গোপালপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু উপস্থিত হন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন ও শীঘ্রই ঘরগুলি পুনর্নির্মাণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন। আপাতত নিরাশ্রয় মানুষদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন।
এই অগ্নিকাণ্ডের কারণ হিসেবে দমকলের প্রাথমিক অনুমান যে, ওই বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন ছড়িয়ে পড়েছে। কিন্তু শর্ট সার্কিটের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা। তবে পুলিশী উপস্থিতিতে পুরো বিষয়টি খতিয়ে দেখার ব্যবস্থা করা হচ্ছে। অতি সম্প্রতি মানিকতলা, বাগবাজার, নিউটাউনের পর এবার কেষ্টপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় নাজেহাল কলকাতাবাসী।