নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটঃ ১ লা জুলাই জগন্নাথ মন্দির থেকে রথ বের হবে। এবার গুজরাটের আমদাবাদের রথযাত্রা ১৪৫ বছরে পা দিয়েছে। আর চলতি বছর আমদাবাদে রথের ২২ কিলোমিটার যাত্রাপথ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি পুলিশ কনভয় নিয়ে সমগ্র পথ পরিদর্শন করলেন।
মহন্ত দিলীপদাস, আইজিপি, এসপির মতো পুলিশের কর্তারাও ছিলেন। এদিন হর্ষ সাংভিকে স্থানীয় বিধায়ক ইমরান খেরাওয়ালা সহ মুসলিম প্রতিনিধিরা মালা পরিয়ে স্বাগত জানালেন। এছাড়া জামালপুর ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
রথযাত্রার দিন গোটা পথ জুড়ে ২৫ হাজার পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে। আকাশপথে ড্রোন এবং হেলিকপ্টার থাকবে। মোট ২২ কিলোমিটার পথে ৪৬ টি ড্রোনের নজরে থাকবে। চলন্ত গাড়িতেও ড্রোন থাকবে। পাশাপাশি আড়াই হাজার পুলিশকর্মীর শরীরে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো থাকবে।
Sponsored Ads
Display Your Ads Here