নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ উত্তর চব্বিশ পরগণার পর এবার পুরুলিয়ার আদ্রা্র রেল ইয়ার্ডে গুলি চলেছে। এই ঘটনাতেও দু’জন রেল শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।
জানা গিয়েছে, এদিন দুপুরবেলা প্রায় ১০ জন শ্রমিক রেল ইয়ার্ডে একটি বাতিল মালগাড়ির কামরা কাটার কাজ করেছিলেন। ওই সময় চার জন এসে শ্রমিকদের কাজ বন্ধ করতে বললে শ্রমিকেরা তা না শোনায় দুষ্কৃতীরা তাদের উপর এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় দুই জন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
ইতিমধ্যেই ওই আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জিআরপি ও আরপিএফ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। রেল পুলিশ জানিয়েছে, “মোট ৯ রাউন্ড গুলি চালানো হয়েছে। কিন্তু আচমকা গুলি চালানো হয়েছে কেন কিংবা এই ঘটনায় কারা যুক্ত সেই বিষয় নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।”