নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ বিগত বেশ কয়েকদিন ধরেই মুর্শিদাবাদের একাধিক জেলা উত্তপ্ত রয়েছে। সুতি-জঙ্গীপুরের মতো বিভিন্ন জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরী হয়েছিল। তবে গতকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এবার এই উত্তপ্ত আবহের মধ্যেই আজ মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকায় বোমা ফেটে ২ জন নাবালক আহত হয়েছে। কিন্তু এই বোমা বিস্ফোরণের ঘটনার সাথে বিগত কয়েকদিন ধরে চলা অশান্তির কোনোরকম যোগ নেই। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়।
স্থানীয় সূত্রে খবর, এদিন সামশেরগঞ্জ থানার অন্তর্গত প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত উত্তর মহাম্মদপুর এলাকায় আচমকাই বোমা বিস্ফোরণে দু’জন নাবালক আহত হয়েছে। এরপরই এলাকাবাসীরা আহত নাবালকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। এই দুর্ঘটনায় এক জন নাবালকের কব্জি উড়ে গিয়েছে। তবে বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে। অন্যদিকে এলাকাবাসীর দাবী, “খেলতে গিয়ে মজুত হওয়া বোমা ফেটে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।”