রায়া দাসঃ কলকাতাঃ আজ ডেঙ্গিতে মৃত্যু হয়েছে সৃজন বসু নামে ষষ্ঠ শ্রেণীর এক জন স্কুল পড়ুয়ার। বাড়ি নিউ আলিপুরের সাহাপুর কলোনীতে। দু’দিন আগে বাইপাসের ধারের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিবারের খুদে সদস্যের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সৃজনের পরিবার হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন। এদিকে হাসপাতাল সূত্রে খবর, ওই কিশোরকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আর মৃত্যুর সংশাপত্রে ডেঙ্গির উল্লেখ রয়েছে। রক্ত পরীক্ষাতেও পজিটিভ রিপোর্ট এসেছিল।
Sponsored Ads
Display Your Ads Here
চলতি বছর রাজ্য জুড়ে অত্যাধিক ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। নদীয়া, উত্তর চব্বিশ পরগণা সহ বেশ কিছু জেলাতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। গতকালই উত্তর চব্বিশ পরগণার আমডাঙার এক জন ব্যক্তির মৃত্যুকে দায় করে মৃতের পরিবারের সদস্যরা বারাসাত হাসপাতালে বিক্ষোভ দেখিয়েছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here