নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ বেঙ্গালুরুতে ৮ মাসের এক শিশুর শরীরে এইচএমপিভি (হিউম্যান মেটানিউমোভাইরাস) ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। ওই শিশুর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা চলছিল। সেখানেই নমুনা পরীক্ষায় এইচএমপিভি ভাইরাসের সংক্রমণের খোঁজ পাওয়া যায়। কর্ণাটকের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, “নমুনাটি কোনো সরকারী ল্যাবরেটরীতে পরীক্ষা করা হয়নি।” তবে স্বাস্থ্য দপ্তরের একটি সূত্র জানিয়েছে, “একটি বেসরকারী হাসপাতাল থেকে একথা জানা গিয়েছে। বেসরকারী হাসপাতালে হওয়া পরীক্ষাকে সন্দেহ করার কোনো কারণ আমাদের কাছে নেই।”
রাজ্যের স্বাস্থ্য দপ্তর এইচএমপিভি ভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করেছে। আর প্রশাসনের তরফেও ইতিমধ্যে এই সংক্রমণের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রককে জানানো হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, “চীনে এই ভাইরাসের কোন প্রজাতির সংক্রমণ ছড়িয়েছে, সে বিষয়ে এখনো কোনোরকম তথ্য পাওয়া যায়নি। ফলে এই ভাইরাসটির প্রজাতির বিষয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে না।” সম্প্রতি চীনে এইচএমপি ভাইরাসের সংক্রমণ ঘিরে ভারত সহ বিশ্বের অন্য দেশগুলিতে উদ্বেগ দানা বাঁধতে শুরু করেছে। কিন্তু চীন এটিকে শুধুমাত্র ‘শীতকালীন সংক্রমণ’ বলেই ব্যাখ্যা করছে।
তবে ভারতও চীনের পরিস্থিতির উপর নজর রাখছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রক দেশবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে। আর এই ভাইরাসের বিষয়ে সময়ে সময়ে তথ্য দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ জানিয়েছে। কেন্দ্র দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছে, “এইচএমপিভির মতো ভাইরাসের অস্তিত্ব দেশে রয়েছে। এখন স্বাস্থ্য পরিষেবার যা পরিকাঠামো, তাতে এই রোগের মোকাবিলা করায় কোনো সমস্যা নেই। তাই দেশবাসীকে শান্ত ও সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। এছাড়া পরিচ্ছন্নতাও বজায় রাখতে হবে।
সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়ে দিয়েছে, ‘‘স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিষেবা খতিয়ে দেখার জন্য ‘মক ড্রিল’ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, এই ধরণের পরিস্থিতির মোকাবিলার জন্য সেগুলি তৈরী রয়েছে।’’ যদিও ইতিমধ্যে কেরল সরকার সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। আর ওই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বয়স্ক এবং অন্তঃসত্ত্বাদের বাড়ির বাইরে বা কোনো জলবহুল স্থানে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।