সব্যসাচী মজুমদারঃ জলপাইগুড়িঃ এবার ছাগলের লোভে খাঁচা বন্দী হলো পূর্ণ বয়স্ক একটি চিতাবাঘ। এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতের নাগরাকাটার ভগৎপুর চা বাগানের কোঠি লাইন নামে একটি শ্রমিক মহল্লা লাগোয়া স্থানে।
সেখানে চিতাবাঘ ধরা পড়ার খবরে ব্যাপক কৌতূহল তৈরি হয়। বনদপ্তর সূত্রে জানা গেছে যে, আগে থেকেই সেখানে একটি খাঁচা পাতা ছিলো। প্রতিদিন বিকেলবেলা তার মধ্যে আস্ত একটি ছাগল রেখে দেওয়া হতো। কিন্তু তাতে এতদিন কোনো ফল না পাওয়া গেলেও গতকাল রাতে একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ খাঁচায় আটকে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Hereখবর পেয়েই বনদপ্তর বন্যপ্রাণ শাখার খুনিয়া স্কোয়াডের কর্মীরা খাঁচা শুদ্ধ চিতা বাঘটিকে নিয়ে যায়। রেঞ্জার রাজকুমার লায়েক বলেছেন, “লাটাগুড়ির প্রকৃতি পর্যবেক্ষন কেন্দ্রে চিতা বাঘটিকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর আজকে চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে”।