নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকালের তুলনায় আজ দৈনিক সংক্রমণ ৫ শতাংশ কমলেও মৃত্যুর সংখ্যা ও সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজার ৮৯ জন। আর এখনো অবধি দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩ কোটি ৭৩ লক্ষ ৮০ হাজার ২৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যুর সংখ্যা ৩৮৫ জন। আর সব মিলিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ ৮৬ হাজার ৪৫১ জন। এদিকে দৈনিক সংক্রমণের হার ১৬.২৮ শতাংশ থেকে এদিন বৃদ্ধি পেয়ে ১৯.৬৫ শতাংশ হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী মোট আক্রান্তের ৪.৪৩ শতাংশ বর্তমানে আক্রান্ত। বর্তমানে দেশে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ১৭ হাজার ৮২০ জন। করোনায় সুস্থতার হার ৯৪.২৭ শতাংশ যা জানুয়ারীর প্রথম দিকেও ৯৭ শতাংশের উপরে ছিল।
করোনার পাশাপাশি ওমিক্রন আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২০৯ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১০৯ জন।
করোনার ন্যায় ওমিক্রন আক্রান্তের নিরিখেও মহারাষ্ট্র শীর্ষ স্থানে রয়েছে। প্রথম স্থানে থাকা মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৩৮ জন। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৭২ জন। যা খুবই উদ্বেগজনক।