মিনাক্ষী দাসঃ কিছু গাছপালাকে বাস্তুতে খুব শুভ বলে মনে করা হয়, আবার কিছু গাছপালা আছে যাকে বাস্তুতে খুবই অশুভ বলে মনে করা হয়। তাই আজ আমরা জানব, বাস্তুশাস্ত্রে কোন গাছ ও উদ্ভিদকে খুবই শুভ বলে মনে করা হয়। বাস্তু অনুসারে, এমন তিনটি সুগন্ধি ফুল রয়েছে যা বাড়িতে লাগানো উচিত যাতে বাড়িতে সুখ-সমৃদ্ধি আসে।
গোলাপ ফুলকে ভালবাসার প্রতীক মনে করা হলেও গোলাপ ফুল পুজোয় ব্যবহার করা হয়। আর ঘরে লাগালে শুভ ফল পাওয়া যায়। এই ফুল বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে লাগাতে হবে। এতে ঘরে সুখ- সমৃদ্ধি বজায় থাকে। এছাড়া ঘরের নেতিবাচক শক্তিও দূর করে। পাশাপাশি গোলাপ ফুল লক্ষ্মীর খুব প্রিয় হওয়ায় ঘরে লাগালে কোনো অর্থনৈতিক সমস্যা হয় না। আর অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা যায়।
Sponsored Ads
Display Your Ads Here
তাছাড়া বাস্তুশাস্ত্রে বাড়ির উত্তর দিকে লাল জবা ফুল লাগানো শুভ বলে মনে করা হয়। লাল জবা লাগালে ঘরে থাকা নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। এই ফুলটি মা কালী, দুর্গা, হনুমানজী এবং ভগবান গণেশের খুব প্রিয়। এঁদের পুজোয় জবা ফুল নিবেদন করলে গ্রহ দোষ কেটে বাড়িতে সুখ-সমৃদ্ধি আসে।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি পদ্ম ফুল মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু দু’জনেই পরিধান করেন। আর মা সরস্বতী এবং ভগবান ব্রহ্মার আসন।৷ তাই বাড়িতে পদ্ম ফুলের চারা লাগালে অর্থনৈতিক সমৃদ্ধি আসে। বিশ্বাস করা হয় যে, প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পায়ে এই ফুল নিবেদন করলে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যার অবসান হয়।
Sponsored Ads
Display Your Ads Here