নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর মৃত্যুতে নরেন্দ্র মোদী বাংলায় আসছেন না। কিন্তু সফর বাতিল হলেও নরেন্দ্র মোদীর কর্মসূচী বহাল থাকছে। প্রধানমন্ত্রী সচীবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নরেন্দ্র মোদী ভার্চুয়ালের মাধ্যমেই হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন।
এদিন নরেন্দ্র মোদীর বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মোট পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক সহ অনেকগুলি কর্মসূচী ছিল। তবে হীরাবেন দেবীর প্রয়াণের খবর পেয়েই মায়ের শেষকৃত্যের জন্য দিল্লি থেকে আমদাবাদ রওনা হয়েছিলেন।