নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ বিজেপির বারো ঘণ্টা বন্ধে যখন হুগলীর মানকুণ্ডু স্টেশনে ধুন্ধুমার কাণ্ড, ঠিক তখনই পুলিশ ও লোকোপাইলট কথা কাটাকাটিতে জড়ালেন। পুলিশের দাবী, ‘‘লোকোপাইলট হুইস্ল দিয়ে যেনো রেললাইন থেকে অবরোধকারীদের সরানোর চেষ্টা করেন।’’ কিন্তু লোকোপাইলট ওই প্রস্তাব উড়িয়ে উল্টে পুলিশকে অবরোধ সরাতে নির্দেশ দিলেন।
এই বনধে্ হুগলীর নানা জায়গায় অশান্তি হয়েছে। রেললাইনে অবরোধ চলছে। কোথাও কোথাও আবার তৃণমূল-বিজেপির সংঘর্ষ দেখা গিয়েছে। তবে রেলযাত্রীদের সবচেয়ে বেশী ভোগান্তি পোহাতে হচ্ছে। রেল সূত্রে খবর, সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিজেপি মানকুণ্ডু স্টেশনে আপ-ডাউন লাইনে রেল অবরোধ করে রাখে। দু’টি লাইনেই লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে। একদিকে বালুরঘাট এক্সপ্রেসও দাঁড়িয়ে ছিল।
আর এই রেল অবরোধকে কেন্দ্র করে জিআরপি এবং আরপিএফ অবরোধকারীদের লাঠিচার্জ করতে শুরু করলে পাল্টা রেললাইনের পাথর উড়ে আসে। এরপর পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায়। তার মধ্যেই যাত্রীবাহী একটি ট্রেনকে দাঁড়িয়ে পড়তে হয়। আর সেখানেই পুলিশ ও রেলচালকের এই বাগ্বিতণ্ডা শুরু হয়। এদিকে, হিন্দমোটর স্টেশনেও একই ছবি দেখা যায়। সেখানেও বিজেপি এবং তৃণমূলের খণ্ডযুদ্ধ শুরু হয়। এমনকি প্ল্যাটফর্মে ফেলে পেটানোর দৃশ্য দেখা যায়।